বাগেরহাট প্রতিনিধি || সমাবেশের অনুমতি চাইলে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় আগামী শনিবারের সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে বলে প্রেস বিবৃতিতে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি রবিউল ইসলাম। আগামী ২রা সেপ্টেম্বর বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের।
বিবৃতিতে আরো জানানো হয় যে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২ টায় সংগঠনের বাগেরহাট জেলা কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনটির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, আগামী ২ সেপ্টেম্বর শনিবার বাগেরহাট সরকারি স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। সে লক্ষ্যে লিখিতভাবে প্রশাসনের নিকট অনুমতি চাওয়া হয়। অত্যন্ত দুঃখের বিষয় প্রশাসন আমাদের সহায়তা না করে তারা সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
মিছিল মিটিং ও সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার কিন্তু আজ আমাদেরকে এই অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। আমরা বলতে চাই এই ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। সুতরাং এই সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকার গঠন করে তার অধীনে PR পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সমাবেশ স্থগিত এর ঘোষণা তৃণমূলে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এই নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে বলা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মাস্টার মকবুল হোসেন, সহ-সভাপতি ফকির শহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন। শ্রমিক নেতা মুফতি নুরুজ্জামান, যুব নেতা মাওলানা এস আবু বকর, ছাত্র নেতা হোসাইন আহমদ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।