বাগেরহাট প্রতিনিধি || মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল আলম বলেছেন,‘চিংড়ি চাষিদের বিমা সুবিধার আওতায় আনা হবে।গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের পশ্চিম পাশের ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্তকরণ শেষে তিনি এ কথা বলেন।এসময় ঘোড়া দিঘিতে রুই,কাতলা,মৃগেল,শিং,গলদা চিংড়ি ও টেংরা মাছের একশ কেজি পোনা অবমুক্ত করা হয়।
এসময় তিনি বলেন,বাংলাদেশের অর্থনীতির জন্য চিংড়ি চাষ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চিংড়ি চাষিরা প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। তাই তাদের স্বার্থ রক্ষায় সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে সরকার।
এসময় উপস্থিত ছিলেন খুলনার উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম,জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান,সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।