মুহাম্মাদ ফরহাদ মোল্লা,রূপসা প্রতিনিধি || খুলনার রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে এরশাদ শেখ (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম (১৮) নামের অপর এক যুবক আহত হয়।
শনিবার (২ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের পাঁচানী গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সন্নিকটে এ ঘটনা ঘটে। সে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা এলাকার মৃত শুকুর শেখের ছেলে। আহত মাজেদুল ওই এলাকার হাসেন মোল্লার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, পাঁচানী এলাকার মালেকের বাড়িতে রাস্তায় দেওয়ার জন্য ব্লক তৈরির কাজ চলছিল। এসময় হটাৎ মেশিনটি বিদ্যুতায়ীত হয়ে গেলে মাজেদুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে পড়ে। তাকে বাঁচাতে এরশাদ শেখ তার গায়ে স্পর্শ করলে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এক পর্যায়ে সে নিচে তৈরি ব্লকের ওপর পড়ে মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এরশাদ শেখকে মৃত বলে ঘোষনা করেন। অপরদিকে মাজেদুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাছাড়া গত ২১ শে আগস্ট আনন্দনগর গ্রামে একই পরিবারের দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।