পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ৭নং পাঁজিয়া ইউনিয়নের প্রাক্তন সুযোগ্য সফল চেয়ারম্যান, নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রনী সৈনিক কমরেড নিজাম উদ্দীন এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আয়োজনে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮.৩০ ঘটিকায় শ্রদ্ধা নিবেদন, সকাল ৯.০০ ঘটিকায় মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতিস্তম্বে পুষ্প স্তবক অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম।
মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকালে কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আহবায়ক সনদ বসু হরির সভাপতিত্বে এবং নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের সদস্য কামরুজ্জানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে কমরেড নিজাম উদ্দীনের স্মৃতিচারণ করেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিষ্ট লীগ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমঃ ইকবাল কবির জাহিদ।
বিশেষ অতিথি হিসাবে স্মৃতিচারণ করেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির যশোর জেলা কমিটির সভাপতি ও কেশবপুর নাগরিক কমিটির সভাপতি এ্যাডঃ আবু বক্কর সিদ্দিকী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, যশোর জেলা কমিটির সভাপতি এড. আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিষ্ট লীগ, যশোর জেলা কমিটির সম্পাদক কমঃ তসলিম উর রহমান, নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ও পাঁজিয়া পূরবী খেলাঘরের সভাপতি বাবুর আলী গোলদার, পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয়, কেশবপুর খেলাঘর-এর সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, প্রয়াত কমরেড নিজাম উদ্দীনের ছেলে এস,এম রবিউল আলম, মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীণা রাণী বিশ্বাস প্রমূখ।
উপস্থিত ছিলেন,কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতি সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু প্রমূখ।
বক্তারা বলেন,কমরেড নিজাম উদ্দীন ছিলেন, এলাকার নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রনী সৈনিক। উপস্থিত সকলে একবাক্যে তার নামে সড়কের নামকরন করার জোর দাবী জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।