সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি,খুলনা || শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব~২০২৩ ইংরেজি উদযাপনের লক্ষ্যে ৬ই সেপ্টেম্বর বুধবার সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার সাহা পাড়া সার্বজনীন কেন্দ্রীয় মন্দির কমিটির উদ্যোগে ধর্মীয় শোভাযাত্রা,আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।মন্দির কমিটির সভাপতি অসীম কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্রীধাম চন্দ্র সাহা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সম্যানিত সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি,তেরখাদা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রদীপ কুমার সাহা , সুবাস চন্দ্র সাহা , সমীর কুমার সাহা , সমীর সাহা (২) , লিপিকা পাত্র , অজয় কুমার সাহা , উত্তম কুমার সাহা , বিপ্লব সাহা , গৌতম সাহা , সঞ্জয় সাহা প্রমূখ ।
এছাড়াও মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।