অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের তামার তার চুরির মামলার চোর চক্রের আরো ৩ সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ।
রোববার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে চোর চক্রের ওই ৩ সদস্যকে থানা পুলিশ আটক করে।আটককৃতরা হলেন-রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের আদাঘাট গ্রামের মৃত লিয়াকাত গাজীর পুত্র মোঃ আল আমিন গাজী (৩০),উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোঃ দাউদ শেখের পুত্র মোঃ হিরাক শেখ(৩২) ও ছোট নবাবপুর গ্রামের মোঃ সিরাজ শেখের পুত্র মোঃ ফরিদ শেখ (২৮)।
এ সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকশ আভিযানিক দল বিদ্যুৎ কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে তিন চোরকে আটক করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আটককৃত ৩ জনই পূর্বের রুজুকৃত মামলার এজাহার ভুক্ত আসামি।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রোববার ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে এজাহার ভুক্ত ওই তিন আসামি অবস্থান করছে।
তিনি আরও বলেন যে,এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।