পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের সাবেক পিপি’র পিতা ও মঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি আলহাজ্জ্ব আফসার উদ্দীন শেখ (১০২) বার্ধক্যজনিত কারণে রোববার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবন মঙ্গলকোট গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মরহুম আফসার উদ্দীন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম পিটু’র পিতা। মৃত্যুকালে তিনি ১স্ত্রী, ৩ছেলে,৩মেয়ে,আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী ব্যক্তি রেখে গেছেন।
আছর বাদ মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে মঙ্গলকোট নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় নামাজ পড়ান মাওলানা ফয়জুল করিম।
তাঁর জানাযায় অংশগ্রহণ করেন,কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরদার,সাধারণ সম্পাদক মাস্টার আজিজুর রহমান,ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা সাবেক যুবলীগের আহবায়ক শাহাদাৎ হোসেন, যশোর বারের সেক্রেটারি এ্যাড.আবু মোস্তফা ছোট, এ্যাড. আবু বক্কর সিদ্দিকী,এ্যাড.শাহিনুর আলম সাহিন, এ্যাড. ইদ্রিস আলী, এ্যাড.গোলাম মোস্তফা, মঙ্গলকোট বাসস্ট্যাণ্ড বাজার কমিটির সভাপতি আব্দুল খালেক মোড়ল, আবু সাহামা, জাতীয় পার্টির নেতা জালাল উদ্দীন, বিভিন্ন মসজিদের নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী। শত শত মুসল্লী।
শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, কেশবপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি এস,এম রুহুল আমীনসহ আওয়ামিলীগ ও অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।