এস.এম.শামীম দিঘলিয়া || দিঘলিয়ায় একদিনের ব্যবধানে দিঘলিয়া উপজেলার দিঘলিয়া মোড়ল মার্কেট সংলগ্ন মসজিদের ইমাম মোঃ ইমদাদ উল্লার বাড়িতে চোর হানা দিয়ে ব্যর্থ হয়েছে। গত শনিবার মহিলা ভাইস চেয়ারম্যান এর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।সেখান থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে চোরের দল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,দিঘলিয়া উপজেলার দিঘলিয়া মড়োল মার্কেট সংলগ্ন মসজিদের ইমাম ইমদাদ উল্লার বাড়িতে গত রবিবার গভীর রাতে চোরেরা হানা দিয়ে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করার সময় বাড়ির মালিকের স্ত্রী টের পেয়ে চিৎকার দিলে চোরেরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইমাম ইমদাদউল্লা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।উল্লেখ্য দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়নার বাড়িতে গত শনিবার গভীর রাতে চোরের দল বাড়ির গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরে রক্ষিত প্রায় ১২ ভরি স্বর্ণ ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী বারাকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আল মামুন জানিয়েছিলেন বর্তমানে এলাকায় উদ্বেগ জনক হারে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।একাধিক চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন, ইতিমধ্যে পুলিশি টহল জোরদার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। চোর ধরতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।