পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনকে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন মহল থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সহ-দপ্তর সম্পাদক মনোজ কুমার তরফদার, উপজেলা যুবলীগের আহবায়ক বিএম শহিদুজ্জামান শহিদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক সরদার মুনসুর আলী, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃলাল কান্তি দাস, উপজেলা যুবলীগের সদস্য এস এম আল হেলাল, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে রংপুরে যোগদান করবেন। নেতৃবৃন্দরা তাঁর প্রতি দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।