নড়াইল প্রতিনিধি || আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইলে ব্যাপক গণ সংযোগ ও মোটর শোভাযাত্রা করলেন নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী বুয়েট প্রকৌশলী লেফটেনেন্ট কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ।
গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে প্রায় ৫০০ মোটরসাইকেলের বিশাল এক বহর নিয়ে নড়াইল ও লোহাগড়া শহর প্রদক্ষিণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা ও নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা মুন্সি শরিফুল ইসলাম, মোঃ বাদশা কাজী, মোঃ আনোয়ার হোসেন কালু, মোঃ হাসান বিশ্বাস, মোঃ শাহরিয়ার আলম শাহীন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ মুজাম খাঁন প্রমুখ।
পরে লোহাগড়া পৌর এলাকার আলামুন্সির মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা মোঃ মোশাররফ হোসেন মোল্লার সভাপতিত্বে ও মুন্সি শরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বুয়েট প্রকৌশলী লেঃ কমান্ডার অবঃ এ এম আব্দুল্লাহ বলেন, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়। বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন শতফুল ফুটতে দাও আমি পছন্দের ফুলটি বেছে নেব। আমি নড়াইলের মাটি ও মানুষকে ভালোবেসে তাদের কথায় উজ্জীবিত হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল লোহাগড়া বাসীর সেবা করার জন্য আমি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। কারন আমার বাবা প্রয়াত মুন্সি মোয়াজ্জেম হোসেন (বিজু স্যার) ঐতিহ্যবাহি লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আমৃত্যু তিনি মানুষের সেবা করে গেছেন। আমার বাবার হাজার হাজার ছাত্র-ছাত্রী বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ প্রতিষ্ঠিত। তাদের দোয়া ও লোহাগড়া-নড়াইল বাসীর দোয়া নিয়ে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আংশ নিতে যাচ্ছি।
তবে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এই নড়াইল-২ আসনে যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করবো।নেত্রীর সিদ্ধান্তের বাইরে কখনো যাইনি আর যাবোও না। আলোচনা সভা শেষে সকলের মাঝে খাবার বিতরন করা হয়।এদিকে নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচার-প্রচারনা করার সময় শাহাবাদ ইউনিয়নে মোটরসাইকেল বহরটি পৌঁছালে,লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহর গাড়ি বহরে হামলা চালায় দূর্বৃত্তরা।এসময় এ এম আব্দুল্লাহ সহ প্রায় শতাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী আহত হয়। হামলা কারীরা আগ্নেয়াস্ত্রসহ দেশিও অস্ত্র ব্যবহার করে বেদম মারপিট করে এবং শতাধিক গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ করেছেন নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এ এম আবদুল্লাহ ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।