যশোর প্রতিনিধি || যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে যশোরের-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে সড়কে বাসের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়েছে। মনিরামপুর থানার উপপরিদর্শক আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বৃদ্ধার নাম আমেনা বেগম (৭৫)। তিনি পৌর শহরের দুর্গাপুর গ্রামের নূর আলী গাজীর স্ত্রী।
স্থানীয় কয়েকজন জানায়,ভোরে ফজরের নামাজ পড়ে বের হয়ে আমরা পাকা রাস্তার পাশে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছি।তিনি একটি দোকানের সামনে উপুড় হয়ে পড়ে ছিলেন।তাঁর মাথা ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় সড়কে চলন্ত বাসের পেছনের অংশের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।