শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা || যশোরের ঝিকরগাছা থানা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচনে ফিরোজ সর্দার সভাপতি ও আকবার গাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার মোড়স্থ ঝিকরগাছা দারুন উলুম কামিল মাদ্রাসার হল রুমে আনান্দ উল্লাশের মাধ্যদিয়ে শান্তি পূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৫৫জন সদস্যদের মধ্যে ৩২৯জন সদস্য তাদের ভোট প্রদান করেছেন। এই ত্রি-বার্ষিকী নির্বাচনে ফিরোজ-আকবার ও মহাতাপ-জালাল এর মোট ৯সদস্যের দুটি প্যানেল অংশ নেয়। যার মধ্যে ফিরোজ-আকবার প্যানেল বিজয়ী হয়েছেন বলে নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।
নির্বাচনে সভাপতি পদে মহাতাপ গাজী (ছাতা) ১১৫ কে হারিয়ে ফিরোজ সর্দার (সাইকেল) ১৯৪ ভোটে নির্বাচিত, সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দিন (হরিণ) ১১৩ কে হারিয়ে আকবার গাজী (গরুর গাড়ি) ১৯৪ ভোটে নির্বাচিত হয়েছে।
এছাড়াও সহ সভাপতি পদে ইব্রাহিম মাসুদ (আনারস) ১১১ কে হারিয়ে শামিম সরদার (হাতি) ১৮২ ভোটে নির্বাচিত, সহ সাধারণ সম্পাদক পদে শাহাজান আলী (দোয়াত কলম) ১০৯ কে হারিয়ে ইব্রাহিম সরদার (মই) ১৯৪ ভোটে নির্বাচিত, সাংগঠনিক সম্পাদক পদে সোহেল রানা (মোরগ) ১১২ কে হারিয়ে শফিকুল সরদার (কলস) ১৯ ভোটে নির্বাচিত,প্রচার সম্পাদক পদে ইস্রাফিল সরদার (বই) ১০৮ কে হারিয়ে নেছার সরদার (ডাব) ১৯১ ভোটে নির্বাচিত, কোষাধ্যক্ষ পদে শফিকুল সরদার (ফুটবল) ১১৪ কে হারিয়ে শিপন সরদার (দেয়াল ঘড়ি) ১৮৬ ভোটে নির্বাচিত, দপ্তর সম্পাদক পদে বিল্লাল হোসেন (রেল গাড়ি) ১১০ কে হারিয়ে আনিছুর রহমান (ট্রাক) ১৯১ ভোটে নির্বাচিত, কার্যকারী সদস্য পদে রফিকুল ইসলাম (সিলিং ফ্যান) ১০৮ কে হারিয়ে শফিকুল ইসলাম পিংকী (ঘোড়া) ১৮৭ ভোটে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠিত নির্বাচন কার্যক্রমে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সুলতান আহমেদ,সদস্য সচিব হাবিবুর রহমান লাবু, সদস্য ইউসুফ আলী,আহ্বায়ক কমিটির আহ্বায়ক আরশাদ আলী মুন্সী, সদস্য সচিব রবিউল ইসলাম, সদস্য হাবিবুর রহমান,ঝিকরগাছা প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু,সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ,যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।