এস.এম.শামীম,দিঘলিয়া || বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে,শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনা সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ডিজিটালাইজ্ড সহ সার্বিক উন্নয়ন করেছে। স্হানীয় সংসদ সদস্য ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।
গতকাল দিঘলিয়া উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ।
উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লার সভাপতিত্বে “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন- উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিঘলিয়া উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে একটি রলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু ও তথ্য কর্মকর্তা সাইদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না,বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি চেয়ারম্যান জিয়া গাজী, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডা,আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান ফরিদ আক্তার, যোগীপোল ইউপি চেয়ারম্যান সজ্জাদূর রহমান লিংকন,উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম,উপজেলা প্রোগ্রামার পুষ্পেন্দু দাস,বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,সাংবাদিক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ,ইউপি সদস্য অ্যাসোসিয়েশনের আহবায় কে এম আকবর আলী,মাষ্টার মেহেদী হাসান, বিভিন্ন দপ্তরের দপ্তরী প্রধানগণ,সামাজিক ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠানের মধ্যবর্তী সময় সদ্য পদায়ন পাওয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল,জিয়া গাজী,মফিজুল ইসলাম ঠান্ডা,সজ্জাদূর রহমান লিংকন, ফরিদ আক্তার,প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাংবাদিক প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।