পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৫ জন দুঃস্থ অসহায় ব্যক্তিকে বিনামূল্যে ৩০টি ছাগল ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের স্লুইস গেট সংলগ্ন ঈদগাহ ময়দানে সম্মিলনী সেবা সংস্থার উদ্যোগে এক ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মিলনী সেবা সংস্থার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও সংস্থার পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম,৫নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নির্বাহী অফিসার সাঈদুল আলম, স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বাচ্চু,মোতাহার হোসেন,ইউপি সদস্য নাসরিন আক্তার প্রমূখ।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে সম্মিলনী সেবা সংস্থা, কেশবপুর, যশোর-এর সহায়তায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের কর্ন্দপপুর, বড়েঙ্গা, মাগুরখালী, বসুন্তিয়া গ্রামের ১৫ জন অসহায় পরিবারকে বিনামূল্যে দু’টি করে ছাগল দেওয়া হয়েছে। এই অসহায় পরিবারগুলো বৃহৎ সহযোগিতা পেয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষকে আন্তরিকভাব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।