অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের মায়ারখালী চিত্রা নদীতে গ্রাম বংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মায়ারখালী যুব সংঘের আয়োজনে গতকাল সোমবার (১৮সেপ্টেম্বর)বিকেলে অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে নদীর দু’পাড়ে শত শত নারী-পুরুষসহ নানা বয়সের দর্শনার্থী ভীড় করে।
এতে ১২’টি নৌকা অংশগ্রহন করে। নদীতে নৌকা বাইচ দেখতে আসা অসংখ্য দর্মনার্থী ট্রলার ও নৌকায় নদী ভ্রমনের মধ্য দিয়ে নৌকা বাইচ উপভোগ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মূলঘর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার। এতে সভাপতিত্ব করেন মায়ারখালী যুব সংঘের সভাপতি নিহার রঞ্জন বাগচী।
স্থানীয় ইউপি সদস্য বিধান কুমার মোহন্তের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কিরন চন্দ্র মন্ডল, সহসম্পাদক রঞ্জন বালা, কোষাধ্যক্ষ প্রসাদ বিশ্বাস, গৌতম বিশ্বাস, পঞ্চানন বিশ্বাস প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।