এম.কে.জামান সুমন,ঢাকা || ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।
গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৩ (মঙ্গলবার) দুপুর ১২ টা ৩০ এ জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর উদ্যোগে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক নেতা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোঃ ইব্রাহিম বীর প্রতীক,বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল,বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান,বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডক্টর মোবারক হোসেন আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব জননেতা মজিবুর রহমান মঞ্জু,বাংলাদেশ ল’য়ার্স ফোরামের সভাপতি ডক্টর হেলাল উদ্দিন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এম কামাল হোসেন, গণতন্ত্র মঞ্চের আহ্বায়ক জুনায়েদ সাকি,বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুল হক খান দুদু,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শিমুল বিশ্বাস,বিএনপি নেতা খায়রুল কবির খোকন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু,বাংলাদেশ পেট্রোল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আর গনি,বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ ফেডার সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
প্রধান অতিথি তার বক্তব্য সরকারের বিভিন্ন নতজানু নীতির সমালোচনা করেন। তিনি বলেন সাংবাদিকগণ আজ নিগৃহীত, তাদের বাক স্বাধীনতা রোধ করা হয়েছে। সাংবাদিকদের কলম কে চলতে বাধাগ্রস্ত করছে। তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে করেনি করা হচ্ছে। বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দের হত্যার বিচার এখনো হয়নি।সাংবাদিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।আপনি বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই জাতীয়তাবাদী শক্তির সাথে সাংবাদিকদের এক হয়ে সরকার পতনের এক দফা আন্দোলনের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
আলোচনা শেষে মেহমান ও সাংবাদিকদের সৌজন্যে মেজবানীর (দুপুরের খাবার) আয়োজন করা হয়। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিল্পীরা চমৎকার সব সংগীত পরিবেশন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।