পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধন প্রকল্প ২০২২-২০২৩ অর্থবছরের প্রশিক্ষণার্থীদের কর্মসূচির শুভ উদ্বোধন ও ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কেশবপুর উপজেলা শাখার আয়োজনে ওই অনুষ্ঠান হয়।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের মান্নান টাওয়ারে জাতীয় মহিলা সংস্থা যশোর জেলার চেয়ারম্যান ও যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎসা আরা মিলি’র সভাপতিত্বে এবং যশোর জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফারহীন রহমান রুম্পার সঞ্চালনায় নারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ও ভাতার চেক্ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।