এম.কে.জামান সুমন, ঢাকা || বকেয়া মজুরীর দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টা থেকে গাজীপুরের হারিকেনে অবস্থিত ক্রস লাইন ওভেন এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এই আন্দোলন কর্মসূচী পালন করছেন। বিভিন্ন দাবীতে তারা শ্লোগান দিতে থাকেন।
শ্রমিকরা গত ৩/৪ মাসের বকেয়া মজুরী, ওভার টাইম, নাইট বিল, তাদের রোজার ইফতার বিল সহ বেশ কিছু বেনিফিট দিচ্ছে না। শ্রমিকদের সাথে কথা বললে তারা এ সমস্ত অভিযোগ করেন। শ্রমিকগণ বলেন এমনকি যে সকল শ্রমিকরা চাকুরী থেকে ইস্তফা নিয়েছেন ২০১৮ সালে তারা ও তাদের কোন বেনিফিট পাননি।
শ্রমিকগণ বলেন বর্তমানে আমরা মানবেতর জীবন যাপন করছি। বাসা ভাড়া, দোকান বাকি বকেয়া আছে। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে।
বিকেলের দিকে ক্রস লাইন ওভেন এ্যাপারোলস লিমিটেড কারখানার শ্রমিকদের ১৪/১৫ জনের একটি প্রতিনিধি দল শ্রম অধিদপ্তরের পরিচালক এর সাথে তাদের দাবিসমূহ নিয়ে কথা বলেন। তিনি শ্রমিকদের বিভিন্ন দাবির কথা শুনেন এবং মালিকের সাথে কথা বলে বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।উল্লেখ্য কারখানাটি যৌথ মালিকানায় চালিত। বর্তমানে কারখানাটি বন্ধ আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।