খুলনার খবর || বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ শেষে শিববাড়ি মোড়ে সমাবেশের অনুমতি দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। কেসিসির এস্টেট অফিসার স্বাক্ষরিত অনুমতি পত্রে ১০টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে কেএমপির অনুমতি গ্রহণ করতে হবে। কেএমপি অনুমতি প্রদান না করলে কেসিসির এই অনুমতি বাতিল বলে গণ্য হবে।
গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটন এ তথ্য নিশ্চিত করেছেন।
কেসিসির দেওয়া ১০ শর্তগুলো হলো-
১| জনসাধারণসহ যান চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।
২| নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩| অনুমোদিত স্থানে আইনবিরোধী, অশালীন ও অশোভন কোনো কর্মকাণ্ড করা যাবে না।
৪| স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করতে হবে। কোনো অবস্থাতেই জনসমাগমের কারণে সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
৫| সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
৬| ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কার্য থেকে বিরত থাকতে হবে।
৭| অনুমতিপ্রাপ্ত স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
৮| অনুমোদিত স্থানে সরকার, কর্পোরেশন বা জনস্বার্থের প্রয়োজনে প্রদত্ত অনুমতি বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এতে কোনো ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবে না।
৯| অনুমোদিত রাস্তা ও রাস্তার মাঝে অবস্থিত ডিভাইডার অথবা বিউটিফিকেশন কোনোরূপ বিনষ্ট/খোড়াখুড়ি করা যাবে না। এ জাতীয় কোনোরূপ ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে।
১০| রাস্তা/চত্বর ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কেএমপির অনুমতি গ্রহণ করতে হবে। কেএমপি অনুমতি প্রদান না করলে কেসিসির এই অনুমতি বাতিল বলে গণ্য হবে।
উল্লেখিত এই ১০ শর্তে বিএনপিকে নগরীর শিববাড়ি মোড় এলাকায় সমাবেশের অনুমতি দিয়েছে কেসিসি।
আগামী ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে শুরু হয়ে ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুলনা নগরীর জিয়া হলের সামনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে রোডমার্চ। রোডমার্চকে কেন্দ্র করে ইতোমধ্যে নগরীর প্রবেশ দ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ২ শতাধিক তোরণ, নগরীর যশোর রোড, কেডিএ এভিনিউ, মজিদ সরণিসহ দলীয় কার্যালয়ে আলোকসজ্জার কাজ চলছে। এ ছাড়া গতকাল রোববার থেকে সকল জেলা-উপজেলা ও নগরজুড়ে মাইকিং শুরু হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।