1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
লক্ষ্মীপুরে আ”লীগ নেতা জহিরুল ইসলাম বাড়ি ঘর ভাংচুর শার্শায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন লোহাগড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেরখাদায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য কৃষ্ণনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া ও আলোচনা সভায় অনুষ্ঠিত সা‌বেক এমপি বাবু ও চেয়ারম‌্যানসহ ১০৮ জনের নামে মামলা‌ চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ‘স্যালভেজ কর্মশালা ২০২৫’ অনুষ্ঠিত খুলনায় গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় – কামাল আহমেদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মদিন উপলক্ষে নগর বিএনপি’র দুইদিনের কর্মসূচি গ্রহণ লোহাগড়ার নবগঙ্গা ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দিঘলিয়ায় তারেক রহমানের নির্দেশে দুঃস্হ এতিমদের মাঝে কম্বল বিতরণ আলেম-ওলামারা ঐক্যবদ্ধ থাকলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব- চরমোনাই পীর সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববিবাহিত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা, আটক স্বামী বাগেরহাটে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ডুমুরিয়ায় তারুণ্য উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগরে সাংবাদিক মিজানুরের জানাযা ও দাফন সম্পূর্ণ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি ভারতে পালানোর সময় ঢাকার ছাত্রলীগ নেত্রী বেনাপোলে আটক আলোচিত ছাত্রলীগ নেত্রী নিশি সাতক্ষীরায় গ্রেপ্তার কুয়েট জব ফেয়ারের উদ্বোধন,শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ

ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের শরয়ী নির্দেশনা

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৪ বার শেয়ার হয়েছে

বিলাল হোসেন মাহিনী || মূল আলোচনায় যাওয়ার পূর্বে ভূমিকায় কিছু কথা বলে রাখা দরকার। গান গাওয়া বা শোনার বিধান কী? গান জায়েজ নাকি নাজায়েজ? এই প্রশ্নের উত্তর কি মুফতি-মওলানা বা ইসলামি স্কলারগণ এক কথায় দিতে পারবেন? অথবা গোস্ত খাওয়ার বিধান কী? এই প্রশ্নের উত্তরও কেহ এক কথায় দেয়া সম্ভব নয়। কেননা, গানের কথা ও গায়কের ওপর নির্ভর করে গান জায়েজ নাকি না নাজায়েজ। তেমনি গোস্ত কোন পশুর এবং জবেহ’র ক্ষেত্রে শরয়ী নির্দেশনা মানা হয়েছে কি-না, তার ওপর নির্ভর করে গোস্ত জায়েজ নাকি নাজায়েজ। ঠিক, এ কারণেই এক কথায় বলে দেওয়া যাবে না যে, ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন করা সহীহ নাকি বাতিল। কেননা, এক দিকে নবী (সা.) বলেছেন, (দীনের মধ্যে, ইবাদত মনে করে) নবউদ্ভাবিত প্রত্যেকটি বিষয়ই বিদয়াত এবং প্রত্যেক বিদায়াতই ভ্রষ্টতা আর সকল ভ্রষ্টতা জাহান্নামের পথ দেখায়। (সুনান নাসায়ি, হাদীস-১৫৭৮)। অন্যদিকে তিনি (সা.) বলেছেন, সহীহ হাদীসে বর্ণিত হয়েছে, নবী (সা.) তাঁর জন্মদিন পালন করতেন সাপ্তাহিকভাবে এবং তা করতেন সোমবার রোজা পালনের মাধ্যমে। হযরত আবু কাতাদাহ (রা.) বলেন, নবিজিকে তাঁর সোমবার সিয়াম পালন করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, এদিন আমি জন্মলাভ করেছি (সহীহ মুসলিম, হাদিস- ১১৬২)। সুতরাং উপরোক্ত দৃষ্টান্ত থেকে এ কথা বলা যায় যে, সুন্নাহ’র অনুসরণে নবিজি (সা.) এর জন্মদিন তথা ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে মুসলিম উম্মাহ একদিকে সওয়াবের অধিকারী হবেন, অন্যদিকে রাসুলের (সা.) সীরাত (আদর্শ জীবনী) বিশ্ববাসী জানতে পারবে। বিশ্বনবীর (সা.) উন্নত ও মহৎ চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জেনে বহু অমুসলিম ইসলামের ছায়াতলে আসবে, শান্তি ও নিরাপত্তা বেষ্টনিতে ভরপুর হয়ে যাবে গোটা দুনিয়া। (ইন-শা-আল্লাহ)

ঈদে মিলাদুন্নবী (সা.) : মিলাদ শব্দের অর্থ জন্ম বা জন্মদিবস। ‘মিলাদুন্নবী’ বলতে আমরা বুঝি, আমাদের নবী মুহাম্মাদ (সা.) এর জন্ম বা জন্মদিবস। আমাদের মুসলিম সমাজে বিভিন্নভাবে মিলাদুন্নবী পালন করা হয়ে থাকে। মিলাদুন্নবী বা নবিজির জন্মদিন কেন্দ্রিক এসব উৎসবকে বলা হয় ‘ঈদে মিলাদুন্নবী’। যদিও হাদীস ও সুন্নাহয় মুসলিম জাতির জন্য শুধু দু’টি ঈদের কথা বলা হয়েছে। আর তা হলো, ঈদুল ফিতর ও ঈদুল আযহা (সুনান আবু দাউদ, হাদীস-১১৩৪; সুনান নাসায়ি, হাদীস-১৫৫৬; মুসনাদ আহমাদ, হাদীস-১২৮২৭)।

বিশ্বনবী’র (সা.) জন্মদিনের আমল : সহীহ হাদীসে বর্ণিত হয়েছে, নবী সা. তাঁর জন্মদিন পালন করতেন সাপ্তাহিকভাবে এবং তা করতেন সোমবার রোজা পালনের মাধ্যমে। সাহাবায়ে কেরামগণও সোমবারের আমল করেছেন, উৎসাহিত করেছেন। অধিকিন্তু, বিগত কয়েক শতাব্দি ধরে মুললিমদের একটি বিরাট অংশ সুন্নাহ’র অনুসরণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহু বিদয়াতি আমলের মাধ্যমে দিনটি পালন করে আসছে। যার ফলে সাধারণ মুসলিমদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিদয়াতিরা নিজেদের নব উদ্ভাবিত আমল (মিলাদুন্নবী’তে বার্ষিক মিলাম মাহফিল, আতশবাজি, পটকা ফোটানো, জলসা-জুলুস, খিচুড়ি-জিলাপি বিতরণ)-কে নবিজির শানে মহব্বত বলে মনে করেন। তারা বলেন, এগুলো তো ‘নবিজি করেননি, নিষেধও তো করেননি।’ অথচ, বিদআতের পরিচিতি ও পরিণতি খুবই ভয়াবহ। নবিজি (সা.) বলেছেন, (দীনের মধ্যে) নবউদ্ভাবিত প্রত্যেকটি বিষয়ই বিদায়াত এবং প্রত্যেক বিদায়াতই ভ্রষ্টতা আর সকল ভ্রষ্টতা জাহান্নামে (সুনান নাসায়ি, হাদীস-১৫৭৮)। সুতরাং, রাসুলের (সা.) শানে মহব্বতের নামে সুন্নাহ’র খেলাপ হলে তা পরিতাজ্য হবে।

দেখুন, খ্রিস্টানরা তাদের নবির জন্মদিন পালন করে ২৫ ডিসেম্বর। কিন্তু তাদের ধর্মগ্রন্থে যেমন নবির জন্মদিন পালনের কোনো নির্দেশনা নেই, তেমনি ঈসা আ. এর জন্মদিন ২৫ ডিসেম্বর প্রমাণিত নয়। তাদের অনুকরণ করতে গিয়ে আমাদের অবস্থাও তাদের মতোই হয়ে গেছে। শরীয়তের নির্দেশনা ছাড়াই নতুন এক ইবাদতের উদ্ভাবন করেছি আমরা। অথচ নবি (সা.) ধর্মীয় ক্ষেত্রে বিধর্মীদের অনুসরণ করতে বারবার বহুভাবে আমাদেরকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, তোমরা সর্বতভাবে তাদের (আহলে কিতাব, ইয়াহুদি-খ্রিস্টান, মুশরিক, মূর্তিপূজক, অগ্নিপূজক) বিরুদ্ধাচারণ করো (সহীহ বুখারি, হাদিস-৫৮৯২; সহীহ মুসলিম)
মিলাদুন্নবী পালন যেসব কারণে পরিত্যাজ্য : ক) এটি রাসূলুল্লাহ(সা:) কিংবা তাঁর খলীফাদের সুন্নাত ছিল না। ফলে এটি একটি নিষিদ্ধ নব উদ্ভাবন বৈ কিছুই নয়। খ) মিলাদুন্নবী উদযাপনের দ্বারা খ্রিস্টানদের অনুসরণ করা হয়, কেননা তারা মসীহের(আঃ) জন্মদিন পালন করে।

ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের পথ ও পদ্ধতি :
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ প্রফেসর ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) বলেন, রাসূলুল্লাহ (সা:)-এর জন্ম নিঃসন্দেহে উম্মাতের জন্য মহা আনন্দের বিষয়। তবে এ আনন্দ প্রকাশ যদি রাসূলুল্লাহ (সা:) ও তাঁর সাহাবীগণের সুন্নাত অনুসারে হয় তাহলে তাতে সাওয়াব হবে। যেমনিভাবে, আমরা যে কোনো “যায়েজ” পদ্ধতিতে “হালাল” খাবার খেতে পারি। তাতে আমরা খাবারের মজা, আনন্দ ও পুষ্টি লাভ করব। তবে সুন্নাত পদ্ধতিতে সুন্নাত খাবার খেলে মজা, আনন্দ ও পুষ্টি ছাড়াও আমরা অতিরিক্ত ‘সাওয়াব’ লাভ করব। আমারা যে কোনো “জায়েয” পোশাক যে কোনো “জায়েয” পদ্ধতিতে পরিধান করতে পারি। এতে আমাদের সতর ঢাকা ও সৌন্দর্য অর্জন হবে। কিন্তু, সুন্নাত পদ্ধতিতে সুন্নাত পোশাক পরিধান করলে আমরা সতর ঢাকা ও সৌন্দর্যের সাথে সাথে সাওয়াব ও বরকত অর্জন করব। অনুরূপভাবে রাসূল (সা.)-এর মীলাদ বা জন্মে আমাদের আনন্দ পায়। আর তা, রাসূল (সা.) ও তাঁর সাহাবিগণের সুন্নাত অনুসারে করতে পারলে আমরা এতে অফুরন্ত সাওয়াব ও বরকত লাভ করতে পারব।
মিলাদ পালনের সুন্নাত পদ্ধতি :

১|প্রতি সোমবার সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর দবরারে শুকরিয়া জানানো। রাসূল (সা.) নিজে আমাদের এ পদ্ধতি শিখিয়েছেন। এ ছাড়া আমরা দেখেছি যে, মূসা (আ) ও পরবর্তীকালে রাসূল (সা.) আশূরার দিন সিয়াম পালন করেছেন। এ থেকে আমরা বুঝি যে। বড় নেয়ামত ও বিজয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে নবীগণের সুন্নাত হলো সিয়াম পালন।

২|রাসূল (সা.)-এর মিলাদ বা জন্মে আনন্দ প্রকাশের দ্বিতীয় সুন্নাত পদ্ধতি হলো সর্বদা তাঁর উপর দরুদ ও সালাম পাঠ করা। তিনি আমাদের জন্য যা করেছেন আমরা জীবন বিলিয়ে দিলেও তাঁর সামান্যতম প্রতিদান দিতে পারব না। কারণ আমরা হয়ত আমাদের পার্থিব সংক্ষিপ্ত জীবনটা বিলিয়ে দিলাম। কিন্তু তিনি তো আমাদের পার্থিব ও পারলৌকিক অনন্ত জীবনের সফলতার পথ দেখাতে তাঁর মহান জীবনকে উৎসর্গ করেছেন।

তাই রাসূল (সা.)-এর প্রতি আমাদের নূন্যতম দায়িত্ব যে আমরা সর্বদা তাঁর জন্য সালাত ও সালাম পাঠ করব। আল্লাহর যিকর ও সালাত সালামের জন্য ওযু করা শর্ত নয়। তবে তা উত্তম হলো- বসে, শুয়ে, দাঁড়িয়ে, হাঁটতে হাঁটতে, ওযুসহ বা ওয-ছাড়া সর্বাবস্থায় দূরদ-সালাম পাঠ করতে হবে। বিভিন্ন সহীহ হাদীস থেকে জানা যায় যে। একবার দূরদ পাঠ করলে বান্দা নিম্নের সাত প্রকার পুরস্কার লাভ করে। যথা : (১) মহান আল্লাহ দরুদ পাঠকারীর দশটি গোনাহ ক্ষমা করেন, (২) দশটি সাওয়াব দান করেন, (৩) দশটি মর্যাদা বৃদ্ধি করেন, (৪) দশটি রহমত দান করেন, (৫) ফিরিশতাগণ তার জন্য দু‘আ করতে থাকেন, (৬) ফিরিশতাগণ পাঠকারীর নাম ও তার পিতার নামসহ তার সালাত রাসূল (সা.) এর পবিত্র রাওজায় পৌঁছে দেন, (৭) তিনি নিজে এবার সালাত পাঠকারীর জন্য ১০ বার দুআ করেন। বেশি বেশি সালাত পাঠকারীর জন্য রয়েছে অতিরিক্ত দুটি পুরস্কার। প্রথমত আল্লাহ তার সমস্যা ও দুশ্চিন্তা মিটিয়ে দিবেন। এবং দ্বিতীয়ত: রাসূল (সা.)-এর শাফায়াত তাঁর পাওনা হবে।

বিশেষ কর্মসূচী :

মিলাদে মুস্তাফায় আনন্দ প্রকাশের ক্ষেত্রে সাহাবীগণের অন্যতম সুন্নাত হলো, সর্বদা তাঁর সিরাত-শামাইল আলোচনা করা। সাহাবীগণ, তাবিয়ীগণ, তাবি-তাবিয়ীগণ বা আমাদের ইমামগণ কেউ কখনো ১২ই রবিউল আউয়াল বা অন্য কোনো দিনে মীলাদ উপলক্ষে আনন্দ, উৎসব বা সমাবেশ করেন নি। তাঁরা সদা-সর্বদা সুযোগ মত রাসূল (সা.)-এর জীবনী, জন্ম, সীরাত, সুন্নাত, আখলাক, নির্দেশ এগুলি আলোচনা করতেন। আমাদেরও উচিত সর্বদা সুযোগ মত এরূপ আলোচনার মাজলিসের আয়োজন করা।

এছাড়াও, নবী (সা.)-এর আগমনে কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম দিক হলো তাঁর মহান শিক্ষা ও পবিত্রতম চরিত্রের কথা বিশ্ববাসীকে জানানো। ইসলামের সত্য ও সরলতা যে কোনো মানুষকে মুগ্ধ করে। এবং সাধারণভাবে মানুষ সহজেই ইসলাম গ্রহণ করে।

সবচেয়ে বড় কথা হলো,রাসুলের (সা)-এর প্রতি ঈমান এনে, তাঁর শরীয়ত মোতাবেক জীবন গঠন করে, তাঁর সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ করে, সদা-সর্বদা তাঁর উপর দরুদ সালাম পাঠ করে। সাধ্যমত বেশি বেশি তাঁর জীবনী ও হাদীস পাঠ করে ও শ্রবণ করে নিজেদের জন্য নতুন জীবনের নতুন জন্ম লাভ করা। এইটাই তো সর্বোচ্চ সফলতা। আল্লাহ তায়ালা আমাদের সকলকে আল্লাহ ও তাঁর রাসুলের (সা.) আনুগত্য এবং পূণ অনুসরণ করার তাওফীক প্রদান করুন। আমীন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

youtube

https://youtube.com/@khulnarkhobor?si=v3cvg3zJmM54JYRa

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।