সাগর কুমার বাড়ই,খুলনা || খুলনা জেলার রূপসা উপজেলায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা গতকাল (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন,রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের,ফরহানা আফরোজ মনা,সহকারি কমিশনার (ভুমি ) মো. আবদুল্লাহ আল বাকী,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সেখ শফিকুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মো: শাহিন,কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান,মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস ,প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার।
এ সময় সভায় আরো বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বজলুর রহমান,শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,আইসিটি কর্মকর্তা মো: রেজাউল করিম,তথ্য আপা দীলশান আরা,আনসার-ভিডিপি আরিফা বেগম,পল্লী বিদ্যুৎ এর এজিএম আ: হালিম,আইচগাতী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফুজ্জামান বাবুল,নৈহাটী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল,ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যগণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।