নিজস্ব প্রতিবেদক || বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস বলেছেন, আমরা দেশ স্বাধীন করেছি গনতন্ত্র, বাক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির জন্য। কোন রাজা রানীর রাজত্ব করার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। দেশ আজ হিরক রাজার দেশে পরণিত হয়েছে। এ ভাবে আর চলতে দেয়া যায় না।গতকাল মঙ্গলবার বিএনপির খুলনা অভিমুখে রোডমার্চ শুরু করার আগে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত উদ্বোধনী সমাবেশে মীর্জা আব্বাস প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১.৫০ মিনিটে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্বোধনী সমাবেশ শেষে রোডমার্চ শুরু হয়। অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুরু হওয়া রোডমার্চটি ঝিনাইদহ থেকে মাগুরা ও যশোর হয়ে খুলনা গিয়ে শেষ হয়।
গতকাল ৯.৪০ মিনিটে বাসটার্মিনালে স্থাপিত মঞ্চে কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে কর্মসূচীর সূচনা করা হয়। এরপর ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এমএ মজিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সমাবেশে বক্তৃতা করেন জেলা ও কেন্দ্রীয় নেতারা।
মীর্জা আব্বাস বলেন, আমি আড়াই কিলোমিটার দুরে গাড়ি রেখে হেটে এসেছি। আমার মনে হচ্ছে ঝিনাইদহে আজ বিজয় উৎসব হচ্ছে। দেশের মানুষ আজ ক্ষুদ্ধ ও উদ্দেলিত। আমি দেশনেত্রী খালেদা জিয়ার সাথে কয়েকদিন আগে দেখা করতে গিয়েছিলাম। তার সাথে প্রায় ৪০ বছর হলো রাজনীতি করি। ওনার শারীরিক অবস্থা ভালো না। আমি বলেছি, দেশবাসি আপনার জন্য দোয়া করছে, দেশবাসি আপনাকে কোনদিন ভুলবে না।
তিনি আরো বলেন,এ সরকারের পতন না ঘটিয়ে আমরা রাজপথ ছাড়বো না। আজ দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থা, রিজার্ভ নাই। ২০০৯ সালে দেশের ঋণ খেলাপি ছিল ২১ হাজার কোটি টাকা, আজ শত শত কোটি টাকা ঋণ খেলাপি। কারা এসব টাকা খেয়ে ফেললো। এই টাকা কোথায় গেল জনগণ জানতে চায়।
তিনি আরো বলেন,এটা কোন রাজা-রানীর দেশ নয়। বাংলাদেশ হিরক রাজার দেশে পরিনত হয়েছে। হিরক রাজার মসনদ ভেঙ্গে ফেলার সময় এসেছে। আপনারা তৈরি হন।
ঝিনাইদহ বাসটার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহদী আহম্মেদ রুমী, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদ (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড আসাদুজ্জামান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,কেন্দ্রীয় বিএনপি নেতা আমিরুজ্জামন খান শিমুল, ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনপির সভাপতি তোজাম্মেল হকসহ শতাধীক কেন্দ্রীয় নেতা। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
রোডমার্চের আয়োজক জেলার বিএনপির সভাপতি এ্যাড এমএ মজিদ বলেন,অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় বিএনপির কর্মসুচি হিসেবে এই রোডমার্চের আয়োজন করা হয়েছে। রোডমার্চের মধ্য দিয়ে ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটানো হবে বলেও যোগ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।