অতনু চৌধুরী (রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
নিখোঁজের দুই দিন পর মোংলা পশুর নদী থেকে মো: জাবের আহমেদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। সে সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা ও তুরন মিয়ার ছেলে। জাবের ২০২২ সালের এক জুলাই থেকে ওই জাহাজের গ্রিজার হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সাইফপোট জেটি এলাকা থেকে ভোর ৪ টায় ভাসমান অবস্থায় ঐ যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
জানা যায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মোংলার পশুর নদীর ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে প্রতিষ্ঠানের নিজস্ব গ্যাসবাহী জাহাজ ‘এমটি ডেলটা-১’ জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার মো: জাবের আহমেদ (জাহাজের ইঞ্জিন পরিষ্কারক) নিখোঁজ হয়। এর পর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলেও জানান কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মো: আরদেশ আলী বলেন, আমরা ভোর ৪টায় সাইফপোট জেটি থেকে ভাসমান অবস্থায় লাশটি আমরা উদ্ধার করি
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।