আলী আজীম,মোংলা (প্রতিনিধি) || রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ম্যাজিষ্ট্রি নামক একটি বানিজ্যিক জাহাজ।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ৩১ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে জাহাজটি।
ওই জাহাজের শিপিং এজেন্ট মের্সাস টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান,গত ৯ সেপ্টেম্বর ৫১ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। এর পর চট্রগ্রাম বন্দরে ১৯ হাজার ৩০০ মেট্রিকটন খালাস করে। বাকী ৩১ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরে পৌছায় জাহাজটি। হারবাড়িয়া এলাকায় অবস্থান রেখে জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছানো হবে।
এর আগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানী করা ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর মোংলা বন্দরে এসেছিলো এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বানিজ্যিক জাহাজ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।