পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শোভা রায়-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ ও মায়েরা, শিশুরা ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কন্যা শিশুদের নিয়ে মা বাবাদের মধ্যে বৈষম্য দুর করার উপর গুরুত্ব দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন,কন্যা শিশুরা আজ সব দিক দিয়ে এগিয়ে লেখা পড়া,চাকুরী ছেলেদের সাথে সমান তালে এগিয়ে চলেছে। আমাদের এখন যেটা প্রয়োজন কন্যা শিশুদের পুষ্টি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া পাশাপাশি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।