1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
লোহাগড়ায় থানার সামনে স্বর্ণের দোকানের দেওয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি পাইকগাছায় ১শ বছরের চলাচলের রাস্তা বন্ধ অবরুদ্ধ তিন পরিবার  বিআইডব্লিউটিএ’র অনুমোদিত কাচারিঘাটে আজ স্বস্তির নিঃশ্বাস খুলনায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা বাগেরহাটে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষে আহত ২০, ৮টি ঘরে আগুন,লুটপাট খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের নগর ও জেলা সম্মেলন বৃহস্পতিবার রামপালে জুয়া ও যাত্রাপালা আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল কেশবপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার লন্ডনে খালেদা জিয়া,দীর্ঘ ৭ বছর মা-ছেলের আবেগঘন মুহূর্ত কয়রায় ঘুগরাকাটি বাজারের সরকারি জায়গা দখলের অভিযোগ মোংলায় কোস্ট গার্ডের অভিযান ১১’কেজি হরিণের মাংস’সহ আটক -৬ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নগর ঘাটের ইজারা দখল নিয়ে মারপিট দিঘলিয়া প্রশাসনের উদ্যোগে এতিম ও আশ্রয়ন প্রকল্প বসবাস ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ  দিঘলিয়ায় খাল খনন ও সুফল ভোগিদের সাথে মতবিনিময় সভা বাংলাদেশ আ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন কেশবপুরে (পিটিএফ)-এর আয়োজনে ৫ শতাধিক রোগী পেল ফ্রি মেডিকেল সেবা খুলনা সংবাদপত্র পরিষদের সাথে বিএনপি’র মতবিনিময় ১১ জানুয়ারি কুয়েটে সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা; প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৩ জন

কেশবপুরে অবশেষে ইউএনও-এর হস্তক্ষেপে বৃদ্ধ দম্পতির দায়িত্ব নিল ছোট ছেলে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১২৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে অবশেষে ইউএনও-এর হস্তক্ষেপে বৃদ্ধ দম্পতির সকল দায়িত্ব নিল ছোট ছেলে সাঈদ গাজী।কেশবপুরে বৃদ্ধ মা-বাবাকে ভুলিয়ে জমি লিখে নিয়ে ভিটাছাড়া করেছিল দুই ছেলে। ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা শালিসি বিচারে মিমাংসা করতে না পেরে নিরুপায় হয়ে উপজেলা প্রশাসনের দ্বারে এসেছিলেন চার মেয়েসহ ওই দম্পতি। শেষ বেশ সেটা শান্তিপূর্ণভাবে মিমাংসা হলো। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছিল ৯ নং গৌরীঘোনা ইউনিয়নের বুড়ুলী গ্রামে।

কেশবপুরে বৃদ্ধ মা-বাবাকে ভিটাছাড়া করলো দুই ছেলে। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকাসহ অনলাইনে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়।গত রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাবা বারিক গাজী (৮৪) ও মা শহর বানুকে (৭৮)কে বাড়ি থেকে বের করে দেয় তাদের দুই ছেলে সাজ্জাদ গাজী ও সাঈদ গাজী। নিরুপায় হয়ে ওই বৃদ্ধ দম্পতি পাশের দশকাহুনিয়া গ্রামে মেজ মেয়ে কোহিনুর বেগমের বাড়িতে আশ্রয় নেন। এ বিষয় জানতে পেরে তার চার মেয়ে তাদের সহায় সম্বলহীন বাবা-মাকে ভ্যানে চড়িয়ে সুষ্ঠু বিচারের আশায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে নিয়ে হাজির হন। তাদের অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও এমএম আরাফাত হোসেন।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন তাঁর কার্যালয়ে দুই ছেলে ও ৪ মেয়েসহ নাতি-নাতনীদের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিক্রমে একটি সিদ্ধান্তে উপনীত হন। সিদ্ধান্তটি একটি অঙ্গীকারনামার মাধ্যমে হয়েছে। অঙ্গীকারনামায় তাঁদের বাবা-মায়ের মৃত্যুর আগ পর্যন্ত ভরণ-পোষণসহ যাবতীয় দায়িত্ব পালন করবেন ছোট ছেলে সাঈদ গাজী, তা না মানলে লিখে দেওয়া জমি ফেরতসহ ছোট ছেলে সাঈদ গাজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। সাঈদ গাজী স্বেচ্ছায় অঙ্গীকারনামায় স্বাক্ষর করে খুশি মনে জন্মদাতা বৃদ্ধ বাবা-মাকে সঙ্গে নিয়ে বাড়ি যান।
এই শান্তিপূর্ণ মীমাংসার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তাফিজুর রহমান কাজল প্রমুখ।

গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কাজল বলেন,পিতা-মাতার মৃত্যুর আগ পর্যন্ত ছোট ছেলে সাঈদ গাজী খেতে-পরতে দেবে ও বসতবাড়ির একটি কক্ষে রাখবে বলে অঙ্গীকার করেছে। বিষয়টি একমাস পর্যবেক্ষণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে দায়িত্ব দিয়েছেন। পিতা-মাতাকে ভরণ-পোষণ দেওয়াসহ যাবতীয় দায়িত্ব গ্রহণে ব্যর্থ হলে ছোট ছেলে তার সম্পত্তি পিতাকে ফেরত দেবে।”

বৃদ্ধ বারিক গাজী বলেন,”স্যার (ইউএনও) যে বিচার করে দেছে, আমি তাতে খুশি। ছোট ছেলের সঙ্গে বাড়ি যাচ্ছি। একমাস দ্যাখবো। যদি খাতি-পরতি না দেয় তাহলে আবার স্যারের কাছে আসবো।বৃদ্ধ বারিক গাজীর ছোট ছেলে সাঈদ গাজী বলেন,”বাপ-মা আমার বাড়ি থাকবে,তাঁরা যে কয়দিন বেঁচে থাকে আমি তত দিন খাওয়া-পরাসহ সকল দায়িত্ব নিয়েছি।”

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন,”ওই বৃদ্ধ দম্পতির অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অনুষ্ঠিত সালিসে ছোট ছেলে সাঈদ গাজী তার পিতা-মাতার ভরণ-পোষণের দ্বায়িত্ব নিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য) বিষয়টি পর্যবেক্ষণ করবেন। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া স্বেচ্ছায় ছোট ছেলে ভরণ-পোষণের দায়িত্ব নিয়ে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন।”

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান,”আজকের শালিসি বিচারে ছোট ছেলে সাঈদ গাজী তার পিতা-মাতার ভরণ-পোষণের সকল দ্বায়িত্ব নিয়েছেন এবং অঙ্গীকারনামায় স্বক্ষর করেছে। এর কোনপ্রকার ত্রুটি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

youtube

https://youtube.com/@khulnarkhobor?si=v3cvg3zJmM54JYRa

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।