পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে “শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩-এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (০২ অক্টোবর) থেকে বুধবার (০৪ অক্টোবর) পর্যন্ত উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুরের যৌথ আয়োজনে শোভাযাত্রা, আমার কথা শোনো, শীর্ষক আলোচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি, দেশের গান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।
অবুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রাণী। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিজয়ী, বিজয়ীদের অভিভাবক ও সুধী জনেরা উপস্থিত ছিলেন এবং বিশেষ শিল্পীদের গান ও নৃত্য মঞ্চায়ন করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।