ভ্রাম্যমান প্রতিনিধি || চুকনগর ডিগ্রি কলেজেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়, চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের সচেতনতা শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির লক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে একটি র্যালি চুকনগর বাজার প্রদক্ষিণ শেষে কলেজে যেয়ে শেষ হয়।র্যালি শেষে শিক্ষক লাউজ্ঞে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তাপস বিশ্বাস,এস,এম জুলফিকার আলী,আব্দুল হাফিজ মাহমুদ, কল্যাণ কান্তি হালদার,আনিছুর রহমান, নিকুঞ্জ বিহারী মণ্ডল,সাধনা কর্মকার,আব্দুল গফফার মোল্যা ও নিমাই মল্লিক।
বাংলাদেশে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে পালিত হয় দিবসটি। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অধ্যাপকগণ বলেন,শিক্ষকদের বলা হয় জাতি গঠনের গারিগর। একজন মানুষের জীবনে মা-বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার শিক্ষক। শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।