আলী আজীম,মোংলা (বাগেরহাট) || মোংলায় দৃষ্টিদান চক্ষু হাসপাতাল এর সার্বিক ব্যবস্থাপনায় ও শেখ আব্দুল্লাহ হাই ফাউন্ডেশনের স্থানীয় সহযোগিতায় চক্ষু শিবিরে ৪ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) কুমারখালিস্থ শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে অস্ট্রেলিয়ান এইড ও দি হলোস ফাউন্ডেশনের সহযোগিতায় বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল টিম দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেন। পরে এখান থেকে বাছাই করে ৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাগেরহাট নেয়া হয়।
শিবিরের শুভ উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ডাক্তার আরিফুল ইসলাম প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, ছাত্রলীগ সহ-সভাপতি মোহাম্মদ পারভেজ খানসহ দৃষ্টিদান চক্ষু হাসপাতালে কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।