অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি || ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের সোহরাব কাজী বাড়ির গোয়ালঘর থেকে গতরাতে বাছুর সহ গাভী চুরি হয়েছে।খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানান,গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সোহরাব কাজীর গোয়াল ঘর থেকে গরু দুটি চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। এ বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে ফকিরহাট ও মোল্লাহাট সার্কেল মোঃ রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান চুরির ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। মডেল থানা পুলিশের ইউনিট গোপনীয় ভাবে তদারকি করছে বিষয়টি। রহস্য উদঘাটনের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।