অতনু চৌধুরী রাজু বাগেরহাট জেলা প্রতিনিধি || বাগেরহাটের রামপালে হয়রানিমূলক মামলার দায় থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন ৩ জন ভুক্তভোগী। শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৩ টায় প্রেসক্লাব রামপালে এ ভুক্তভোগী মো. বেলাল হোসেন বেপারী সকালের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তার সাথে ছিলেন অপর ভুক্তভোগী মো. জিল্লুর রহমানসহ পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বেলাল হোসেন জানান, গত ইংরেজি ২৯ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার কালেখারবেড় গ্রামের আতিয়ার রহমানের পুত্র জাফর ইকবাল (সাবেক মেম্বার) সুলতানিয়া গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় টুকু ও মান্নানের বাড়ির সামনে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে পাঠান। ওই সময় ভুক্তভোগী জিল্লুর রহমান, তার স্ত্রী ও পুত্র একই মোটরসাইকেলে খামঘাটায় তাদের বাড়িতে ফিরছিলেন। জাফর ইকবাল মেম্বারের গাড়ী নসিমনের সাথে ধাক্কা লেগে সজোরে জিল্লুর রহমানের গাড়ির পিছন থেকে ধাক্কা দেয়। ওই সময় জিল্লুর রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন। জাফর ইকবাল জিল্লুর রহমান কে মামলার ভয় দিয়ে ২৫ হাজার টাকা নেয়। পরে আরও টাকা দাবী করে জাফর। সেই টাকা না দেওয়ায় তাকে আসামি করে মামলা দেয়। জাফরের বিরুদ্ধে পুর্ব থেকে আমার গত ইং ২ মে /২০২১ সালে জিআর ৭১/২১ নংচ একটি মামলা রয়েছে। সেকারণে সে আমাকে ওই মামলায় ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করছে।
সে কুরবানির ঈদের দিন রাতে ফয়লার আ. হালিম পাটোয়ারীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার পথে নিছক দুর্ঘটনার শিকার হয়। কেউ তাকে আঘাত করেনি। যা স্থানীয় সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মো. রাজিব সরদারসহ সাংবাদিকরাও অবগত আছেন। ওই মামালায় আদাঘাটের জবাবের মুন্সীকে ও আসামি করা হয়েছে। জাবেরের সাথে ইকবালের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। তারই জেরে তাকেও আসামি করা হয়েছে।
বেলাল হোসেন আরও জানান,ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিতে রামপাল থানায় না এসে থানার বদনাম করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে মামলা করেছেন। যা বর্তমানে বাগেরহাটের পিবিআই ইন্সপেক্টর তদন্ত করছেন। আমরা বাগেরহাটের পিবিআই এর পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নূন্যতম যদি জাফর ইকবালের কথিত মারপিটের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা থাকে তবে আইনের আওতায় নেয়ার বিষয়ে কোন আপত্তি নেই। আমাদের দাবী নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
এ বিষয়ে আহত জাফর ইকবালের কাছে জানতে চাইলে তিনি জানান, ওরা ষড়যন্ত্র করে আমাকে মারপিট করে আহত করেছে। আহতর ঘটনায় আমি বাগেরহাটের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।