জহিরুল ইসলাম রাতুল || খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের দুইদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয় ৭ ও ৮ অক্টোবর।
উক্ত অনুষ্ঠানটি খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ডঃ শেখ জুলফিকার হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ হোসাইন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটির বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর অ্যান্ড ফাউন্ডিং ডিরেক্টর মোঃ তোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের লাইভ সাইন্স স্কুলের ডিন প্রফেসর ডঃ আবুল কালাম আজাদ, এবং বায় সিন এর ফাউন্ডার ও সিইও মোঃ জাহিদুল হক। দু’দিনব্যাপী অনুষ্ঠিতব্য উক্ত কনফারেন্সটি ৮ তারিখ সন্ধ্যায়একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।