পরেশ দেবনাথ,ভ্রাম্যমাণ প্রতিনিধি || “এসো জ্ঞানের সন্ধানে,ফিরে যাও দেশের সেবায়” এই স্লোগানকে সামনে রেখে কেশবপুরের পাঁজিয়া ডিগ্রি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ও এইচএসসি (বিএম টি) একাদশ শ্রেণীর উদ্ভোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীদের।
রবিবার (৮ অক্টোবর) সকালে কলেজের অধ্যক্ষ রুহুল আমিন-এর সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ প্রভাষক আব্দুস সাত্তার পাড়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক গোবিন্দ চন্দ্র মণ্ডল, মাহাবুবর রহমান,অনুকূল চন্দ্র মণ্ডল, সুকান্ত মল্লিক,জ্যেষ্ঠ প্রভাষক এসএম শাহাজাহান, প্রদর্শক আলী আব্বাস,সুব্রত বসু,গ্রন্থগারিক তাপস বিশ্বাস, প্রমূখ। অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ও এইচএসসি (বিএম টি) একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। কলেজের শিক্ষকরা নবীন বরণ অনুষ্ঠান শেষে উদ্ভোধনী ক্লাসের আয়োজন করেন।
নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজে যেন একটা মিলনমেলায় পরিণত হয়ে উঠলো।আনন্দ-উৎফুল্লতায় ভরে উঠলো কলেজ ক্যাম্পাসটি।এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে,কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।