রায়হান শরীফ সাব্বির, ঢাকা || দেশে জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে রাস্তায়,দেয়ালে বা বিলবোর্ডে পোস্টারের প্রচার বেড়েই চলছে।আগামী ডিসেম্বরের শেষ দিকে অথবা ২০২৪ সালের প্রথম দিকেই জাতীয় নির্বাচন।এ উপলক্ষে সম্ভাব্য প্রার্থীগণ তাদের উপস্থিতি জানান দেয়ার জন্য দলীয় প্রধানের ছবি দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন উপলক্ষে পোস্টার ছাপিয়ে এলাকায় এলাকায় নিজেদের অনুসারী দিয়ে সাঁটাচ্ছেন। কেউ দিচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা আবার কেউ জানাচ্ছেন কোন উদবোধন উপলক্ষে অভিনন্দন আবার কেউ চাচ্ছেন নেতার মুক্তি।
সবাই-ই আছেন নেতা বা নেত্রীকে খুশি করায় ব্যস্ত। ইদানিং পোস্টারের বেশিরভাগ নেতাদের যোগ্যতাই দেখা যাচ্ছে ব্যবসায়ী। এই পোস্টারের কারণে অনেকের দেয়াল নষ্ট হচ্ছে।
কারও যোগ্যতা আছে হয়ত দলের কোন একটা পর্যায়ের দায়িত্বশীল বা সাবেক ওয়ার্ড কাউন্সিলর। প্রকৃত রাজনীতিবিদ এখন খুব কম খুঁজে পাওয়া যায় যারা আসলেই দেশের জন্য রাজনীতি করেন। এই পোস্টার রাজনীতির কারণে রাস্তা বন্ধ করে বিশাল ব্যানার টাঙাচ্ছে কেউ কেউ। শহরের সৌন্দর্য হারাচ্ছে আর মানুষের দুর্দশাও বাড়ছে। আর এই পোস্টার রাজনীতির মাধ্যমে অনেকেই যোগ্যতা না থাকলেও হয়ে যাচ্ছেন পাতি নেতা। এই নেতারাই তখন রাজপথে দাপিয়ে বেড়ায় কিন্তু দেশের কোন উপকারে আসে বলে আমরা দেখিনা। সরকারের পক্ষে থাকলে এই নেতারা অন্ধ আনুগত্য করে শুধু প্রশংসার ঝুলি নিয়ে পোস্টার ছাপায় উপর নেতাদের সুদৃষ্টি পাওয়ার আশায়। আবার বিরোধী পক্ষে থাকলে সরকার বিরোধী নানা মামলা-হামলার ছবি ও বিভিন্ন প্রপাগাণ্ডা দিয়ে পোস্টার ছাপায়। আদতে দেশকে গঠন ও পরিচ্ছন্ন রাখতে কোন পক্ষই নিস্বার্থভাবে কাজ করে না।
দেশের প্রয়োজনে ও দশের উপকারের লক্ষে কাউকে আমরা কাজ করতে দেখিনা।এই পোস্টার-ব্যানার এর রাজনীতি থেকে আমরা যতদিন বের হয়ে না আসতে পারবো ততদিন আমাদের দেশের খুব ভালো কিছু আসবে বলে আমরা মনে করি না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।