জহিরুল ইসলাম রাতুল || জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) খুলনা মহানগর এর বার্ষিক সাধারণ সভা ২০২৩-২০২৪ ও ২০২৩-২৫ কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ১৪ই অক্টোবর ২০২৩ তারিখ শনিবার সকাল ১১ টায়। নাসিব খুলনা মহানগরের নির্বাহী সদস্য মদিনা মনোয়ারা এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি খুলনা দৈনিক পূর্বাঞ্চল ডায়লগ সেন্টারে অনুষ্ঠিত হয়।খুলনা মহানগর নাসিব এর সভাপতি ও কেন্দ্রীয় নাসীবের সহ-সভাপতি মোহাম্মদ ইফতেখার আলী বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি মির্জা নুরুল গনি শোভন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি একেএম মুজিবুর রহমান, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি,এবং নাসিবের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোঃ মনির উজ জামান।
উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ জানান খুলনায়ক কর্মরত সকল উদ্যোক্তাদেরকে যে কোন ব্যবসায়িক সহায়তা দিতে নাসিব অঙ্গীকারবদ্ধ। প্রধান অতিথি তার বক্তব্যে জানান উদ্যোক্তাদেরকে সাহস অধিকতার সাথে এগিয়ে যেতে হবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানে অতিথিদের সামনে আগত উদ্যোক্তার গণ তাদের মনের অভিব্যক্তি ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।