পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || “সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই” এই স্লোগানকে সামনে রেখে কেশবপুর নাগরিক সমাজের আয়োজনে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে শণিবার (১৪ অক্টোবর) কেশবপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর নাগরিক সমাজের সভাপতি ও ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এ্যাড. আবুবকর সিদ্দিকী-এর সভাপতিত্নে এবং কেশবপুর সাংস্কৃতিক ব্যক্তি উদীচী কেশবপুরের সভাপতি অনুপম মোদক-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ (মন্টু)।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জ জামান খান, কেশবপুর নাগরিক সমাজের সহ-সভাপতি ও কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।
বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা সভাপতি পঙ্কজ দাস, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতি সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কবি তাপস দে, কেশবপুর নাগরিক সমাজের সহ-সভাপতি পাঁজিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অনুকূল চন্দ্র মণ্ডল, কেশবপুর নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মণ্ডল, বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দূর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি ও ক্রীড়া সংগঠক সমীর দাস, উদীচী’র সহ-সভাপতি, সমাজ সেবক ও কবি মাসুদা বেগম বিউটি, ঐতিহ্যবাহী পাঁজিয়া গ্রামের কৃতি সন্তান লেখক, প্রাবন্ধিক, গবেষক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার, কেশবপুর পরিত্রান সংস্থার প্রোগ্রাম অফিসার দলিত নেতা উজ্জ্বল দাস প্রমূখ। বক্তারা আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্নেে করতে পারেন প্রশাসনের নিকট তার পূর্ণ নিরাপত্তা কামনা করেন।
উপস্থিত ছিলেন, প্রনব মণ্ডল মানব, কেশবপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রভাষক শংকর রায়, রবিউল আলম, দীপক বসুসহ বিভিন্ন এলাকা থেকে আগত সুধীবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।