মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সদস্যদের শারদীয় দূর্গাপুজা উৎসব উপলক্ষে ভাতা প্রদান করা হয়। রবিবার ১৫ অক্টোবর বিকেল ৩টায় বটিয়াঘাটা দলিল লেখক সমিতির কার্যয়ালয়ে আনুষ্ঠানিকভাবে সদস্যদের মাঝে ৫০০০ টাকা করে ৮২ জন সদস্য ৩ জন স্টাফকে মোট চার লক্ষ ২৫ হাজার টাকা প্রধান করা হয়।
বটিয়াঘাটা দলিল লিখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম অপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান।অনুষ্ঠান সঞ্চালনা করেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম আকুঞ্জি,সার্বিক অনুষ্ঠান ব্যাবস্থাপনায় ছিলেন দুলাল মহলদার,এ এম ফেরদৌস আলম,এস এম আলীম।
দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম অপু তিনি বলেন আমরা সকল সদস্য মিলে একটা পরিবার যেকোনো উৎসবে আনন্দ ভাগাভাগি করে থাকি।প্রধান অতিথি তার বক্তব্যে ধর্ম যার যার উৎসব সবার। সকলকে শান্তিপূন্য ভাবে সনাতন ধর্মাবলম্বী দূর্গা পুজোর উৎসব সুন্দর বাবে পালন করার আহ্বান জানান,দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন। এসময়ে সকল দলিল লেখক গন উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।