আলী আজীম,মোংলা (বাগেরহাট) || জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে মোংলায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মোংলা এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই স্লোগানে হাত ধোয়া প্রদর্শনী ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত।
হাত ধোয়া প্রদর্শনীতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখান হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ সোহান আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরৎ জাহান, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয় অফিসার সবুজ বৌরাগী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।