মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || খুলনা জেলা অপরাজিতা নেটওয়ার্ক-এর আয়োজনে আসন্ন নির্বাচনসমূহ ও নারী প্রার্থিতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।১৬ অক্টোবর সভায় নারীকে সমাজ ও রাজনীতির মূলধারার নেতৃত্বে নিয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়। সভায় বলা হয়,রাজনৈতিক দলগুলো আন্তরিক হলেই আরপিও বাস্তবায়ন,নারী নেতৃত্ব সৃষ্টি সম্ভব হবে।
আজ দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপিতত্ব করেন খুলনা জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা। এতে সঞ্চালক ছিলেন শিক্ষাবিদ এবং সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। নগরীর শিরিশনগরে রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন বটিয়াঘাটা উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি বুলু রায় গাঙ্গুলী। আলোচনায় অংশ নেন দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরীন ময়না, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন। অপরাজিতা এ্যাডভোকেট সুভদ্রা সরকার, বিভা বিশ্বাস, রূপালী মীর্জা, সাফিয়া রহমান, পলি আক্তার, মনোয়ারা খাতুন শিউলী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন রূপান্তর-এর অপরাজিতা প্রকল্পের এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং কোঅর্ডিনেটর খন্দকার জিলানী হোসেন, প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন প্রকল্পের এমএন্ডই কোঅর্ডিনেটর ফাহামিনা জাহান।
বক্তারা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদ ৯০ (খ)-তে বলা ছিল যে রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হলেও প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্য কোনো রাজনৈতিক দলই এই শর্ত পূরণে সক্ষম হয়নি। রাজনৈতিক দলগুলো আন্তরিক হলেই এটা সম্ভব হবে। বক্তারা জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আসন্ন নির্বাচনে সাধারণ আসনে যোগ্যতাসম্পন্ন নারীদের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান এবং তাকে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের কঠোর নির্দেশনা দেবার আহ্বান জানান।
উল্লেখ্য,সুইজারল্যান্ডের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন তত্ত্বাবধানে রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ১১টি উপজেলার ৮৪টি ইউনিয়নে ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধি তথা নির্বাচনে আগ্রহী নারী নেত্রীদের দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থানীয় ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপ সহ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে। অপরাজিতারা নারীদের অর্থনৈতিক উন্নয়নে ও এসডিজি অর্জনে কাজ করছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।