কুষ্টিয়া প্রতিনিধি || বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের লালন মেলা উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ির বাইরে লালন একাডেমীর মাঠে স্থায়ী মঞ্চে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় মেলার উদ্বোধন করা হয়।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’স্লোগানে আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ,পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবসহ বিশিষ্ট ব্যক্তিরা।আলোচনা শেষে শুরু হয় লালন সংগীতানুষ্ঠান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।