অতনু চৌধুরী (রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ পালন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়। র্যালিত্তোর উপজেলা পরিষদ কনফারেন্স রুম এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম,উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকবর আলী,প্রভাষক ও সাংবাদিক মোঃ সাইফুল আলম বকতিয়ার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শেখ দিবস উপলক্ষে. উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।