হুমায়ন কবির,ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামে জমিলা খাতুন উজোলা (৩৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে ও গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আব্দুল করিম (৩৬) নামের এক ব্যক্তিও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।আহত আব্দুল করিমকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের দাবি, উত্যক্তের প্রতিবাদ করায় প্রতিবেশী তাকে হত্যা করেছে। আর পুলিশ বলছে, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।এ ঘটনায় নিহতের স্বামী, ছেলে ও প্রতিবেশী জাকিরকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজনদের দাবি, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জামেলা ওরফে ওজোলা খাতুন (৩৮) ঘর থেকে বের হলে প্রতিবেশী আব্দুল করিম তাকে কু-প্রস্তাব দেন। এতে তিনি বাধা দিলে তার উপর হামলা চালান ওই প্রতিবেশী আব্দুল করিম। এ সময় ওজোলা খাতুন আব্দুল করিমকে গলায় হাসুয়া দিয়ে আঘাত করেন।
এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল করিম ওজোলা খাতুনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেন। পরে আব্দুল করিম বাড়ির পাশের প্রতিবেশীদের কাছে গেলে সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে পুলিশি জিগ্গাসাবাদে আহত আব্দুল করিম জানিয়েছেন, ভোরে তাঁদের দুজনকে একসাথে দেখে ফেলেন জমিলার স্বামী শরিফুল ইসলাম ও প্রতিবেশী জাকির। পরে তাঁরা জমিলাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন। সঙ্গে তাঁকেও (আব্দুল করিম) কুপিয়ে আহত করেন।
স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।