খুলনার খবর || খুলনার আড়ংঘাটা থানা এলাকায় আবুল কালাম শেখ (৫৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার বিকালে নগরীর তেলিগাতী এলাকা থেকে কালামের লাশ উদ্ধার করে পুলিশ। তেলিগাতী মধ্যপাড়া এলাকার শেখ গহর আলীর ছেলে আবুল কালাম।
সূত্র জানায়, কালাম জুট মিল শ্রমিক ছিলেন। পাশাপাশি ঘেরে মাছ চাষ করতেন। ঘের নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব ছিল।
আড়ংঘাটা থানার এসআই লুৎফর হায়দার জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান প্রতিবন্ধীর গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল কালাম আজাদের ছোট ভাই আজিজুর ও মফিজ জানান, রোববার সকাল ৯টার দিকে কালাম বাসা থেকে বাইপাসের মাছের ঘেরের উদ্দেশ্যে বের হয়। দুপুরে বাসায় ভাত খেতে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল ৫টার দিকে তেলিগাতী বাইপাসের রাজাপুরের মহসিন মোড়লের মাছের ঘেরে তার পরনের লুঙ্গি এবং গামছা দেখতে পেয়ে ঘেরের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে মাছের ঘেরের জঙ্গলের মধ্যে থেকে কালামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
আড়ংঘাটা থানার এসআই লুৎফুল হায়দার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেলিগাতী বাইপাসের মাছের ঘের থেকে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিহতের কপালে ও হাতে ধারালো অস্ত্র গিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে মাছের ঘেরে মধ্যে ফেলে গেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।