নিউজডেস্ক || ৪৬তম নতুন একটি বিসিএসের বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারির প্রথম দিনেই প্রকাশ করতে নানা কার্যক্রম চালাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি চাইছে, বছরের প্রথম দিন যেমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তেমনি বছর শেষ হতে হতে ওই বিসিএসের কার্যক্রম শেষ হবে। এ লক্ষ্য নিয়েই এগোচ্ছে পিএসসি।
পিএসসির একাধিক সদস্য সুত্রে জানা যায়, ‘বছরের প্রথম দিনে আমরা ৪৬তম বিসিএসের কার্যক্রম শুরুর ঘোষণা আসতে পারে। ওই দিন ওই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তাতে আবেদনের নির্দিষ্ট সময় দেওয়া হবে। বিজ্ঞপ্তিতেই প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার সম্ভাব্য তারিখ লেখা হতে পারে। যেন একটি ডেডলাইন ধরে পিএসসি সবকিছু করতে পারে। এ ছাড়া বছর শেষ হতে হতে যাতে ওই বিসিএস শেষ করা হয়, এ লক্ষ্য নিয়ে কাজ করবে পিএসসি।
জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে, আমরা জানুয়ারির প্রথম দিনে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই।’ সেই অনুসারে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের চাহিদা চেয়েছে। তারা ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারের তালিকাও সংগ্রহ করছে। এই বিসিএসের কার্যক্রম নিয়ে পিএসসিও নানা ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।
এবারের বিসিএসের বিজ্ঞপ্তিতে বয়সে কিছুটা ছাড় দেওয়া হবে উল্লেখ করে একজন সদস্য বলেন,আমরা এই বিসিএসে বয়সে ছাড় দিচ্ছি। যেহেতু এই বিসিএসের কার্যক্রম বা বিজ্ঞপ্তি নভেম্বরে প্রকাশের জন্য নির্ধারিত ছিল, তাই ৩০ নভেম্বরে যাঁদের বয়স ৩০ হয়ে যাবে, তাঁরাও জানুয়ারিতে প্রকাশিতব্য ৪৬তম বিসিএসে আবেদন করতে পারবেন।
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন,‘৪৬তম বিসিএসের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য আমরা কাজ করছি ও নিয়মিত জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ রেখেছি। আশা করি, আগামী বছরের শুরুর দিনে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।