খুলনার খবর || খুলনায় বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি। রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা থানার পুলিশ ছিল কঠোর অবস্থানে। তাই কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে যান চলাচল ছিল অন্যান্য দিনের মত স্বাভাবিক। দূরপাল্লার পরিবহন গুলো ছেড়েছে। স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি এবং বেসরকারি অফিস ব্যাংক, বীমা ও এনজিও গুলো খোলা ছিল।
তবে নগরী ঘুরে দেখা গেছে, হরতালে সকালের দিকে নগরীর দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও দুপুরের পর থেকে দোকানপাট খুলতে শুরু করে। নগরীর সড়কগুলোতে ইজিবাইক ও রিকশা চলতে দেখা গেছে। সকালে নগরীর সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে কয়েকটি বাস ছেড়ে গেলেও তাতে যাত্রী ছিল খুবই কম। এছাড়া খুলনা রেলস্টেশন থেকে যথাসময়ে গন্তব্যস্থলের উদ্দেশে ট্রেন ছেড়ে গেছে।
এদিকে, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হরতালের সমর্থনে তারা নগরীর বেশ কয়েকটি পয়েন্ট খণ্ড খণ্ড মিছিল করেছে। অপরদিকে, জামায়াতে ইসলামীও এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করে, হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী নগরীতে খণ্ড খণ্ড মিছিল ও পিকেটিং করেছে। এছাড়া হরতাল চলাকালে সকালে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো শান্তি সমাবেশ করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।