অতনু চৌধুরী (রাজ) বাগেরহাট জেলা প্রতিনিধি ||
সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপির ডাকা হরতালকে ঘিরে নাশকতা মোকাবেলায় রামপালে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।রামপাল উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক এবং এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
গত শনিবার (২৮ অক্টোবর) রাত থেকেই নাশকতা মোকাবেলায় রামপালের বিভিন্ন গুরত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় পুলিশের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। তবে সকাল থেকেই রামপালে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম নয়ন, হরতালকে কেন্দ্র করে বিক্ষোভ কিংবা যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে উপজেলার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি আরো বলেন, জনগণের নিরাপত্তা ও জানমালের জন্য হুমকি এমন যেকোন কর্মসূচি রামপালে হতে দেয়া হবে না। হরতালে যারা নাশকতামূলক কর্মকাণ্ড করবে তাদের ছাড় দেয়া হবে না। হরতালের সমর্থনে ভাঙচুর, জ্বালাও-পোড়াও করলে তা শক্ত হাতে দমন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।