খুলনার খবর || খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী ট্রেন যাত্রা করবে বুধবার (১ নভেম্বর)। এ লক্ষ্যে খুলনায় শনিবার (২৮ অক্টোবর) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ১০টি বগির ওই ট্রেনে সাত শতাধিক যাত্রী চলাচল করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
রেলওয়ে সুত্র বলছে,টাঙ্গাইল-সিরাজগঞ্জ হয়ে বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পরিবর্তে এবার ‘পদ্মা সেতু হয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ১ নভেম্বর রাত পৌনে ১০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। যা ঢাকায় পৌছবে ভোর ৫ টা১০ মিনিটে।
খুলনা থেকে ঢাকা যাবার পথে যেসকল স্টেশনে থামবে সেগুলোহলো,দৌলতপুর,নওয়াপাড়া,যশোর,মোবারকগঞ্জ,কোটচাঁদপুর,চুয়াডাংঙ্গা,আলমডাঙ্গা,পোড়াদহ,কুষ্টিয়া কোর্ট,রাজবাড়ি,ফরিদপুর ও ভাংগা জংশনে।
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনাগামী ট্রেনের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। শোভন চেয়ার কোচের ভাড়া দেয়া হলো –
ভাঙ্গা জংশনঃ ২৩৫ টাকা,ফরিদপুরঃ ২৬৫ টাকা,রাজবাড়ীঃ ২৯৫ টাকা,কুষ্টিয়া কোর্টঃ ৩৫০ টাকা,পোড়াদহঃ ৩৫৫ টাকা,আলমডাঙ্গাঃ ৩৭০ টাকা,চুয়াডাঙ্গাঃ ৩৮৫ টাকা,দর্শনা হল্টঃ ৪০০ টাকা,কোটচাঁদপুরঃ ৪২০ টাকা,মোবারকগঞ্জঃ ৪৩০ টাকা,যশোরঃ ৪৫০ টাকা,নওয়াপাড়াঃ ৪৭৫ টাকা,দৌলতপুরঃ ৫০০ টাকা,খুলনাঃ ৫০০ টাকা।
আগামী ১ নভেম্বর থেকে এটি পদ্মা সেতু হয়ে ঢাকায় গেলে সময় কমে আসবে। এই ট্রেনের টিকিট ২৮ অক্টোবর থেকে বিক্রি শুরু হয়েছে।’
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।