জহিরুল ইসলাম রাতুল,খুলনা || আজ (৩১ অক্টোবর) মঙ্গলবার নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়নে খুলনা জেলা ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর শিশু নেতৃবৃন্দের সাথে বায়োজোষ্ঠদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি খুলনা জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এন সি টি এফ খুলনা জেলার সভাপতি অপূর্ব হাসান তাজ এর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় উপ-পরিচালক হাসনাহেনা, জেলা শিশু একাডেমী খুলনা এর শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন,খুলনা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, বিভাগীয় গণ গ্রন্থগার এর বিভাগীয় উপ-পরিচালক মোঃ হামিদুর রহমান, খুলনা সিভিল সার্জন অফিসের এম ও সি এস ডঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা,খুলনা থানা শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ শাহজাহান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের এসআই শরিফাতুন্নেসা,খুলনা জেলা শিক্ষা অফিসের এ আই লিপি বিশ্বাস,এবং জাগ্রত যুব সংঘ (জে জে এস) এর মনিটরিং অফিসার মোঃ আব্দুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদেরকে এনসিটিএফ-এর কার্যক্রম সম্পর্কে অবগত করা হয় এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়নে শিশুর স্বাভাবিক বিকাশ সাধনে প্রতিকূল দিকগুলো তুলে ধরা হয়। এরপর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের বক্তব্যের সময় আগত অতিথিবৃন্দ এনসিটিএফ কে যেকোন প্রয়োজনে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় সেখানে আরো উপস্থিত ছিল খুলনা জেলা এন সি টি এফ এর সকল নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।