পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাসিমা খাতুন।
কেশবপুর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার (০৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম. এম. আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান নাছিমা আক্তার সাদেক, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মোঃ এনামুল হক, সাংবাদিক এস,আর সাঈদ, খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মাঃ মফিজুল ইসলাম, সাতবাড়িয়া মূল তন্তুবায় সমিতির সভাপতি জিএম হাসান। অনুষ্ঠানে সমবায়ীদের মধ্যে পুরষ্কার হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায়ের বিশিষ্ট সমবায়ী মোঃ সফিউল্লাহ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন, পদ্মা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ-এর বিশিষ্ট সমবায়ী কমল কৃষ্ণ চক্রবর্তী। সমাপনী বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার এম. এম. আরাফাত হোসেন।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার এম. এম. আরাফাত হোসেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।