সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || পুলিশই জনতা,জনতাই পুলিশ,পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৪ নভেম্বর সকালে থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে থানা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,উক্ত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন, রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাওলাদার সানোয়ার মোঃ মাসুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) আসিফ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান,ডুমুরিয়া মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জহুরুল হক,ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার,ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য,আ’লীগ নেতা শেখ হেফজুর রহমান, শেখ আবদুল কুদ্দুস এইচ এম ওয়াবাইদণ্ড উল্লাহ,ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরী,ওসি অপারেশন মোঃ কবির হোসেন,হাফেজ মোঃ সোহেল শেখ,এসআই কেরামত আলী,প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।